• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনসমাবেশ অনুষ্ঠিত সরকারি নির্দেশনা থাকলেও কাজিপুরে বেশ কয়েকটি বিদ্যালয়ে পালিত হয়নি ঈদে মিলাদুন্নবী (সা.) কাজিপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত ঢাকা-৫ আসনে আলহাজ্ব কামরুল হাসান রিপনের নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রা তামিমকে তিন/চারে ব্যাট করতে বলা বিসিবি কর্তার নাম জানা গেল যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় বিদেশি মদ-ভারতীয় সিগারেট জব্দ শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত প্রশ্ন ক্ষুব্ধ পরীমণির ‘মেয়েদের গায়ে হাত দেয় কীভাবে’ রামেক হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাত দখল করে দোকানপাট-পথচারীদের ভোগান্তি!

সাত কলেজে ভর্তিতে দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

ঢাকা কলেজ প্রতিবেদক

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) প্রথম বর্ষে ভর্তির জন্য দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে ‘কলেজ-বিষয়’ মনোনয়ন দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। যেসব শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে তাদের আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালু করতে পারবেন। এক্ষেত্রে তিন হাজার টাকা অগ্রিম ফি দিতে হবে।

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে উল্লিখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক নন বলে বিবেচ্য হবেন। পাশাপাশি পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। একইসঙ্গে আগামী ২ সেপ্টেম্বর বিকেলে তৃতীয় মনোনয়ন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

অন্যান্যবারের তুলনায় এবার সাত কলেজের আসন প্রথম মনোনয়নের পরই অধিকাংশ পূর্ণ হয়ে গেছে জানিয়ে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এবার আমরা অনেক ভিন্নতা দেখছি। গত ২২ আগস্ট প্রথম মনোনয়ন তালিকায় ২৩ হাজার ৪৯০ জন শিক্ষার্থীকে বিষয় ও কলেজ দেওয়া হয়েছিল। যেখানে অন্য বছর এর অর্ধেক খালি থাকত, এবার প্রায় সম্পূর্ণই পূরণ হয়ে গেছে। তারপরও আমরা আসন খালি থাকার সাপেক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের মনোনয়ন তালিকা প্রকাশ করব।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) অনার্স (স্নাতক) প্রথম বর্ষের শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ