তারকারা কী করছেন? কোথায় যাচ্ছেন? কী খাচ্ছেন? এ সব জানার উৎসাহ রয়েছে প্রায় সব অনুরাগীদের মধ্যেই। আর এ বাড়তি উৎসাহের কারণেই ঘটে যত বিপত্তি। সম্প্রতি পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসে থেকে ছবি ধারণ করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মাত্রই ভাইরাল হয়, যে কারণে ক্ষোভে ফেটে পরেন এই অভিনেত্রী। তবে শুধু রণবীর কপূরের ঘরনি নন, এমনই এক ঘটনার শিকার হয়েছেন ইয়ামি গৌতম।
সম্প্রতি হিমাচল প্রদেশে এ অভিনেত্রীর সঙ্গে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। ইয়ামি জানান, নিজেকে অনুরাগী দাবি করে নায়িকার সঙ্গে ছবি তুলতে আসেন এক যুবক। এদিকে ছবি তুলতে আসার অছিলায় অভিনেত্রীর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের ভিডিও করে নেন তিনি। ইয়ামির কথায়, ‘ছেলেটি এসে বলে ছবি তুলব। আমিও বাধা দিইনি, জানি ছোট জায়গা, তবে বুঝিনি যে ও ভিডিও করছে। পরে দেখি ওই ভিডিও সে সামাজিক মাধ্যমে পোস্ট করে ১০ লাখেরও বেশি ভিউ পেয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক।’সদ্য আলিয়ার সঙ্গেও ঠিক এমনই এক ঘটনা ঘটে। অলস দুপুরে তিনি যখন নিজের মতো ছিলেন, পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসেছিলেন অভিনেত্রীর ঘরের দিকে। পর্দার ‘গঙ্গুবাঈ’-এর ক্ষণিকের অসতর্ক মুহূর্তের ছবি লেন্সবন্দি করে ছড়িয়ে দেন সেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বিষয়টি নিয়ে নিজের সমাজমাধ্যমের পাতায় প্রতিবাদ করেছিলেন আলিয়া। অভিনেত্রীর প্রতিবাদ কে সমর্থন জানিয়েছিলেন কর্ণ জোহর, অর্জুন কপূরের মতো বলিউডের বিশিষ্ট জন।
তবে শুধু আলিয়া বা ইয়ামি নন, বিভিন্ন সময়ে এই একই ঘটনার শিকার হয়েছেন বিরাট কোহলি, রণবীর কপূর। বার বার প্রতিবাদ করেছেন। তবে লাভ কিছুই হয়নি।