অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন
- আপডেট: ১০:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৬১
বিশেষ প্রতিবেদক
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ পূর্বে নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার এবং কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নৌপরিবহন অধিদপ্তরে চিফ নটিক্যাল সার্ভেয়ার (চলতি দায়িত্বে) হিসেবে কর্মরত। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২৯ লাখ ৩৩ হাজার ৮২২ টাকার সম্পদ গোপনের প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া, দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ১৯৭ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।
জানা গেছে, মামলা অনুমোদনের পর থেকে ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ পলাতক রয়েছেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায়।