মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
- আপডেট: ০৭:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১৯৭
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে ও কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনটির এক প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
পথে সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দেন— “চাঁদাবাজি ও সন্ত্রাস চাই না”, “সোহাগ হত্যার বিচার চাই”, “ব্যবসায়ী হত্যার বিরুদ্ধে গর্জে উঠো বাংলাদেশ”।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষের জীবন আজ অনিরাপদ হয়ে পড়েছে। ব্যবসায়ী সোহাগকে যেভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তা দেশের আইনের শাসনের ওপর এক নির্মম প্রশ্ন ছুঁড়ে দিয়েছে।
তারা বলেন, “সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাস রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” বক্তারা সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
ছাত্রশিবিরের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।