যুক্তরাষ্ট্রে বাণিজ্যচুক্তির লক্ষ্যে পাকিস্তানি প্রতিনিধি দল সফরে আসছে
- আপডেট: ০৩:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ৬৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে পাকিস্তানি প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসছে। দক্ষিণ এশিয়ার এই দেশটি যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর সম্ভাব্য ২৯ শতাংশ শুল্ক এড়াতে একটি চুক্তির জন্য আগ্রহ প্রকাশ করেছে।
শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
“পাকিস্তানি প্রতিনিধিরা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন। শুল্ক চুক্তি নিয়ে আলোচনা হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গেও বাণিজ্যের মাধ্যমে শান্তি রক্ষা করতে আমরা সচেষ্ট।”
বর্তমানে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। ট্রাম্প প্রশাসন গত মাসে যেসব দেশের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেয়, তাদের মধ্যে পাকিস্তানও রয়েছে। এতে করে পাকিস্তানের জন্য ২৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা দেখা দিয়েছে।
ট্রাম্প বলেন, “আমার সবচেয়ে বড় গর্ব—ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ আমরা বাণিজ্যের মাধ্যমে থামাতে পেরেছি। তারা গুলি চালানোর বদলে এখন বাণিজ্যের পথে হাঁটছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও জানান,
“যদি পাকিস্তান ও ভারত যুদ্ধের পথে এগোয়, তাহলে কোনো ধরনের বাণিজ্য চুক্তি হবে না।”
এই মাসের শুরুতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ওয়াশিংটন সফর করেন। সেখানে জুলাই মাসের শুরুতেই একটি অস্থায়ী বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা হয়। বর্তমানে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৬ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র।
রয়টার্স জানিয়েছে, চলমান আলোচনার অংশ হিসেবে ভারত সম্ভবত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে ৫০০০ কোটি ডলারের সরকারি প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ দিতে পারে।