০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
শিরোনাম:
নোয়াখালী ইসলামগঞ্জ বাজারে রিপন আহমেদ নামের যুবকের লাশ উদ্ধার! পরিবারের দাবী পরিকল্পিতভাবে হত্যা
স্টাফ রিপোর্টার: আজ রবিবার (২১ জানুয়ারি ২০২৪) সকালে ইসলামগঞ্জ বাজারে আব্দুল গনি সুপার মার্কেটের সামনে রিপন আহমেদ নামে এক যুবকের লাশ পাওয়া যায়। তিনি নোয়ন্নই ইউনিয়নের শিবপুর গ্রামের বাবুলের আহমেদ ছেলে ।
এ ঘটনায় রিপনের পিতা বাবুল আহমেদ বাদী হয়ে সুধারাম থানায় পাঁচজন ও অজ্ঞাত আরোও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামিরা হলেন ১. সালেহপুর গ্রামের শহীদ হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬) ২.কৃষ্ণরামপুর গ্রামের আবদুল গনির ছেলে মোহাম্মদ ফরহাদ (৩১) ৩.শাহজাদপুর গ্রামের জয়নাল চৌধুরীর ছেলে জনি চৌধুরী(২১) ৪. গোপীনাথপুর গ্রামের এমরান শিকদারের ছেলে মোঃ ইমন (২৯) এবং ৫. জয় কৃষ্ণরামপুর গ্রামের কবির মিয়ার ছেলে মোঃ আনহার (৩৮)
এবিষয়ে নোয়াখালী সুধারাম থানার কর্মকর্তা মিজানুর রহমান পাঠান (ওসি তদন্ত) জানান, রিপন আহমেদ নামে একজন যুবকের লাশ উদ্ধার পূর্বক সুরতহালসহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারবো।
এ বিষয়ে মৃত রিপন আহমেদের পিতা মামলার বাদী বাবুল আহমেদ বলেন, আমার ছেলে আব্দুল গনি সুপার মার্কেটের ফরহাদ ক্লথ স্টোরে কাজ করতো। কিছুদিন আগে বিভিন্ন অজুহাতে দোকান মালিক ফরহাদ আমার ছেলেকে দোকান থেকে বাহির করে দেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। পাশাপাশি দুই লাখ টাকা দাবী করে। এমন কি হত্যার হুমকিও দেয়। যা আমার ছেলে আমাকে আগেই বলেছিল। তিনি আরোও বলেন, আমার সন্দেহ হয় গতকাল রাতে (২০ জানুয়ারি) ফরহাদ, শাকিব, জনি, ইমন, আনহার এবং আরো অজ্ঞাত সদস্যরা মিলে আমার ছেলেকে ছুরি, চাকু ও লাঠির আগাতে পরিকল্পিতভাবে হত্যা করে। আমার ছেলেকে যারা নির্মম ভাবে হত্যা করেছে আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাদের বিচার দাবী করছি।