ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

পদ্মা সেতুর উদ্বোধনে কাতার প্রেস ক্লাবের আনন্দ


নিউজ ডেক্স
৪:১৪ - শুক্রবার, জুলাই ১, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনে কাতার প্রেস ক্লাবের আনন্দ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ উৎসব ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার।

বৃহস্পতিবার (৩০ জুন) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার নাজমা আফগান রেস্টুরেন্টে এ আনন্দ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সফিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীম, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, মোশারফ হোসেন জনী, মশিউর রহমান, আল আমিন খান, ফয়েজ আহমেদ, মহিউদ্দিন আজাদ, বাবুল আহমেদ, রহিম পারভেজ, খালেদ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর বাস্তবায়ন হওয়ায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মাথা উঁচু হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স পদ্মা সেতুর নির্মাণে বড় ভূমিকা রেখেছে।