• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই-এক মাসের মধ্যে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা:নাসীরুদ্দীন পাটওয়ারী মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা স্মৃতিসৌধে অসু্স্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল, নেওয়া হয়েছে সিএমএইচে ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিজয় দিবসে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা দীর্ঘ ৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন খালেদা জিয়া সবকিছু হারালেন ২ যাত্রী রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরাইলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খ্যাতিমান কবি হেলাল হাফিজ।

বিজয় দিবসে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

May be an image of car, road and text

স্টাফ রিপোর্টার (অনলাইন):

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত এলাকা পরিহার করে বিকল্প সড়কে যানবাহন চলাচলের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের দেয়া বিশেষ নির্দেশনায় এই কথা জানানো হয়েছে।

 ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানানোর উদ্দেশে ভোর ৪টা থেকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতারা ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমন করবেন।
 
রোববার দিবাগত রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন শ্রেণির যানবাহনকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে নিম্নবর্ণিত বিকল্প সড়কে চলাচলের অনুরোধ করা হলো।
 
বিকল্প সড়কগুলো
 
✅গাবতলী টু সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
 ✅কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং হতে ডানে টার্ন করে মিরপুর-১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।
 
✅আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।
 
✅ টাঙ্গাইল হতে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।
 
উল্লিখিত অনুষ্ঠান চলাকালীন নাগরিকদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ