জ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাসযাত্রী দুই ব্যক্তি। বুধবার দিনগত রাতে ঢাকা থেকে বাসযোগে রাজশাহী ফেরার পথে তারা অজ্ঞান পার্টির কবলে পড়েন।
বৃহস্পতিবার সকালে নগরীর সিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টায় তাদের একজনের জ্ঞান ফিরলে অপরজনের ফেরেনি।
আরএমপির বোয়ালিয়া থানা পুলিশ জানিয়েছেন, আক্রান্ত দুই ব্যক্তি বুধবার দিনগত রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে চাঁপাইনবাবগঞ্জগামী শিশির এন্টারপ্রাইজ নামের একটি বাসে উঠেন। পথে তারা অজ্ঞান পার্টির কবলে পড়েন। বাসের মধ্যে তাদের কিছু খাওয়ানো হয়। বাসের ড্রাইভার ও সুপারভাইজার বৃহস্পতিবার সকালে অজ্ঞান অবস্থায় দুই ব্যক্তিকে সিরোইল বাসস্ট্যান্ড এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। রাজশাহীর সাংবাদিক শাহাজাদা মিলন অজ্ঞান দুই ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬নং ওয়ার্ডে ভর্তি করেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন এক যুবকের নাম তানজিউল ইসলাম শুভ। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কোটালিপাড়ায়। শিশির এন্টারপ্রাইজের বাসের ভেতর তারা অজ্ঞান পার্টির কবলে পড়েন। শুভ ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
অপর আক্রান্ত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩৪)। তবে তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি। আব্দুর রাজ্জাক চোখ খুললেও কথা বলতে পারছেন না বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রাজ্জাক মাঝে মধ্যেই বমি করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার এএসআই হিমাংশু কুমার জানান, গাড়ির মধ্যে অজ্ঞান পার্টির লোকেরা তাদের কিছু খাইয়েছে। এরপর তারা জ্ঞান হারান। ক্রিমিনালরা তাদের ব্যাগ ও টাকাসহ জিনিসপত্র নিয়ে গেছে। আক্রান্ত দুই ব্যক্তির অবস্থা উন্নতির দিকে। তবে গাড়ির ড্রাইভার ও সুপারভাইজারের উচিৎ ছিল অজ্ঞান দুই ব্যক্তির বিষয়ে পুলিশকে অবহিত করা। বাসে ভ্রমণরত অবস্থায় কারো কাছ থেকে কিছু খাওয়া খুব বিপজ্জনক বিষয়। এ বিষয়ে যাত্রীদের সচেতন হতে হবে। সুস্থ হলে দুই ব্যক্তির কাছ থেকে অভিযোগ নেওয়া হবে বলে জানান তিনি।