• মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই-এক মাসের মধ্যে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা:নাসীরুদ্দীন পাটওয়ারী মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা স্মৃতিসৌধে অসু্স্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল, নেওয়া হয়েছে সিএমএইচে ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিজয় দিবসে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা দীর্ঘ ৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন খালেদা জিয়া সবকিছু হারালেন ২ যাত্রী রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরাইলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খ্যাতিমান কবি হেলাল হাফিজ।

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার (অনলাইন)

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ বানাবেন না, সরকারের উদ্দেশ্যে ফখরুলছবি:সংগৃহিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, স্বাধীনতার সুফল তখনই পাওয়া যাবে, যখন দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসে।

‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে’ বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় আজ শুক্রবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় এক আলোচনা সভায় মির্জা ফখরুল সরকারের প্রতি এ আহ্বান জানান। ‘দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। এটা রাজনৈতিক দলের দায়িত্ব।’

তথ্য উপদেষ্টার বক্তব্যকে ‘মারাত্মক একটা অভিযোগ’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘উনি জেনেশুনে বলে থাকলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ