স্টাফ রিপোর্টার (অনলাইন)
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।
ছবি:সংগৃহিত
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, স্বাধীনতার সুফল তখনই পাওয়া যাবে, যখন দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসে।
‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে’ বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় আজ শুক্রবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় এক আলোচনা সভায় মির্জা ফখরুল সরকারের প্রতি এ আহ্বান জানান। ‘দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। এটা রাজনৈতিক দলের দায়িত্ব।’
তথ্য উপদেষ্টার বক্তব্যকে ‘মারাত্মক একটা অভিযোগ’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘উনি জেনেশুনে বলে থাকলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।’