• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধে শ্রমিকরা। খিলক্ষেত বাসীর অন্তরের চাওয়া শিশুপার্ক নির্মাণে বিএনপির নেতৃবৃন্দদের ভূমিকা প্রশংসনীয় আশুলিয়ায় ৫শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘ছোনাউঠা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা’ চট্রগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ডিন ড. ফাতেমা মেরী সিডতামের ওব্যাট হেল্পার্স প্রজেক্ট পরিদর্শন রাজশাহীতে পদ্মা বেকারিতে ভুয়া বিএসটিআই লগো যাত্রী সংকটে গেলো না সেন্টমার্টিনগামী জাহাজ কৃষক দল নেতা হত্যার ছয় বছর পর মামলা গুইমারায় সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তার মতবিনিময় সিন্দুকছড়ি জোনের পক্ষ হতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান

খিলক্ষেত বাসীর অন্তরের চাওয়া শিশুপার্ক নির্মাণে বিএনপির নেতৃবৃন্দদের ভূমিকা প্রশংসনীয়

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

খিলক্ষেত
হাবিব সরকার স্বাধীন

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খিলক্ষেত। এত জনবহুল একটি এলাকা হওয়া সত্ত্বেও এখানে নেই কোন খেলার মাঠ,বিনোদনের ব্যবস্থা,পার্ক অথবা ব্যস্ত শহরে একটু হাঁটার জন্য কোন নির্ধারিত স্থান। বাসা থেকে বের হলে রাস্তায় মানুষের ভিড় এবং রিকশা ও গাড়ি, অটো সহ নানান সমস্যা। সন্ধ্যার পর যানজট যেন একটি ভূতের বাড়ি। মানুষের চলাফেরা করতে যেখানে জীবন যায় যায় অবস্থা। তাই বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দদের উদ্যোগে সুন্দর একটি পরিবেশ শিশু পার্ক নির্মাণে খিলক্ষেত বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে।সেখানে থাকবে ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগের জন্য একটু মুক্ত বাতাসে হাঁটাচলা করা সুব্যবস্থা। মানব জীবনে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা অত্যন্ত জরুরী। মোবাইল আর কম্পিউটারের যুগে আমাদের ছেলেমেয়েরা সেই গোল্লাছুট,দায়রা বান্দা, সাত চারা, দৌড়,কানামাছি খেলা কিংবা সে ধরনের খেলাধুলা কি তারা তা জানে না, ছাত্র এবং যুবক ভাইয়েরা একটু ক্রিকেট কিংবা ফুটবল খেলবে তার জন্য নেই কোন মাঠ।সেই আলোকে খিলক্ষেত বাজার স্থিত দক্ষিণ পাশ এলিভেটর এক্সপ্রেস এর নিচে রেললাইনের পূর্ব পাশে রেলওয়ের এবং সরকারি জমিতে এলাকাবাসীর সকলের সহযোগিতায় একটি শিশু পার্ক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে থাকবে দৃষ্টিনন্দন বিভিন্ন ফুল ফল এবং ঔষধী গাছ। থাকবে সাধারণ মানুষের হাঁটা চলার জন্য নির্ধারিত ওয়াক ওয়ে, থাকবে শিশুদের জন্য উন্মুক্ত খেলার স্থান থাকবে একটি খেলার মাঠ। স্থানীয়দের দাবি মনোবল শক্তি চাঙ্গা করতে চাইলে অবশ্যই নতুন প্রজন্মের জন্য মাঠ নির্মাণে বিকল্প নেই। স্থানেদের সাথে কথা বললে মতামত প্রকাশ করেন। আমরা সাধারণ জনগণ জলাধার ভরাট করে চাইনা কোন ফাইভ স্টার হোটেল। এই মুহূর্তে উক্ত এলাকায় একটি শিশু পার্ক দরকার যেটা এখন সময়ের দাবি। আমরা জানি বর্তমান সরকার জনগণের মনের কথাকে মূল্যায়ন দিয়ে অবশ্যই পার্ক নির্মাণে আমাদের সহযোগিতা করবেন।খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সভাপতি হাজী শাহিনুর আলম মারফত
ওখিলক্ষেত বিএনপির আহবায়ক হাজী ফজলু হক, জানান এলাকাবাসীর স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে স্পষ্ট করে বলতে চাই খিলক্ষেত এলাকায় সরকারিভাবে আমরা একটি পার্কের ঘোষণা চাই। স্থানীয় ও সাধারণ মানুষের দাবি এলাকাবাসী দল-মত নির্বিশেষে খিলক্ষেত ভবিষ্যৎ জেনারেশন এর জন্য একটি পার্ক চাই।মানুষের মনোবল চাঙ্গা রাখতে চাইলে শিশু পার্ক অত্যন্ত জরুরী। আনুষ্ঠানিকভাবে পার্কের কাজ শুরু করবেন। খিলক্ষেত এলাকার সর্বস্তরের জনগণকে পাশে নিয়ে খিলক্ষেত শিশু পার্কের যাত্রা শুরু হবে স্পষ্ট জানিয়ে দেন। বিএনপির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ