• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধে শ্রমিকরা। খিলক্ষেত বাসীর অন্তরের চাওয়া শিশুপার্ক নির্মাণে বিএনপির নেতৃবৃন্দদের ভূমিকা প্রশংসনীয় আশুলিয়ায় ৫শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘ছোনাউঠা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা’ চট্রগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ডিন ড. ফাতেমা মেরী সিডতামের ওব্যাট হেল্পার্স প্রজেক্ট পরিদর্শন রাজশাহীতে পদ্মা বেকারিতে ভুয়া বিএসটিআই লগো যাত্রী সংকটে গেলো না সেন্টমার্টিনগামী জাহাজ কৃষক দল নেতা হত্যার ছয় বছর পর মামলা গুইমারায় সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তার মতবিনিময় সিন্দুকছড়ি জোনের পক্ষ হতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান

চট্রগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ডিন ড. ফাতেমা মেরী সিডতামের ওব্যাট হেল্পার্স প্রজেক্ট পরিদর্শন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চট্রগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সেগুনবাগানস্থ
ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের প্রজেক্ট পরিদর্শন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর ডিন ড. ফাতেমা মেরী সিডতাম।

গতকাল (২৭ নভেম্বর)বুধবার সকাল ১০ ঘটিকায় ওব্যাট জুনিয়র হাই স্কুল ক্যাম্পাসে পরিদর্শন করতে আসেন ড. ফাতেমা মেরী সিডতাম।

এ সময় উপস্থিত ছিলেন এ ইউ ডব্লিউ এর সহকারী রেজিস্ট্রার তপু চৌধুরী। তার আগমন উপলক্ষে ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপের সদস্যরা তাকে ফুলেল শুভেচছা ও অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা শেষে তিনি খান একাডেমি ম্যাথ ল্যাব পরিদর্শন করেন।এরপর পর্যায়ক্রমে ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল উচ্ছ্বাস (মমতাজ নিশাত অটিজম সেন্টার), ওব্যাট প্রি-স্কুল, ওব্যাট সুইং সেন্টার, ওব্যাট ওয়াটার পয়েন্ট ও ওব্যাট স্কাউট গ্রুপ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ফাতেমা মেরী সিডতাম ওব্যাটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে ওব্যাট এর সহযোগিতায় ও ওব্যাট স্কুলের ১৫ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সোহেল আকতার খান, ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, মনিটরিং অফিসার ইসরাত পারভীন, ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান এর প্রধান শিক্ষিকা রাজিয়া পারভীন, ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান এর সহকারি প্রধান শিক্ষক ও ওব্যাট স্কাউট গ্রুপ চট্টগ্রামের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও উচ্ছ্বাস এর ইনচার্জ ফারহা বেগম, খান একাডেমির ইনচার্জ চম্পা বিনতে ইসমাঈল, ওব্যাট সুইং সেন্টার এর ইনচার্জ রুনা বেগম, প্রি স্কুলের ইনচার্জ রাজিয়া সুলতানা প্রমুখ।

এ সময় শিক্ষার্থীদের সাথে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন বিষয়ে আলোচনা ও কুশল বিনিময় করে সন্তুষ্টি প্রকাশ করেন। পিছিয়ে পড়া শিক্ষার্থীরা ওব্যাটের বিভিন্ন প্রজেক্টের কারনে আত্ননির্ভরশীল হতে পেরে ওব্যাটের কতৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ