০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ১৩৩
বিশেষ প্রতিনিধি: মুজাহিদ খাঁন কাওছার

মিরপুরের চেনা কন্ডিশনে ফিরে যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ সফরে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত স্মৃতি ভুলিয়ে দিতে আজ যেন ঘরের মাঠে জ্বলে উঠলো টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে ফখর জামান একাই লড়াই করেছেন, ৪৬ রান করেন তিনি। বাকিদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। তাসকিন ৩ উইকেট এবং তানজিম-মেহেদি ভাগ করে নেন বাকি উইকেট।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ৭ রানে দুই ওপেনার তানজিদ তামিম (১) ও অধিনায়ক লিটন দাস (১) ফিরে যান সাজঘরে। তবে এরপর পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ম্যাচের রূপ বদলে যায়। ৭৩ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তারা। হৃদয় ৩৬ রানে আউট হলেও ইমন তুলে নেন নিজের ক্যারিয়ার সেরা ৫৬ রান (৩৯ বল)। জাকের আলি অপরাজিত থাকেন ১৫ রানে।

মিরপুরের আজকের ম্যাচে পুরনো মুস্তাফিজের ঝলক দেখা গেছে। তার স্লোয়ার ও কাটারে নাস্তানাবুদ পাকিস্তান ব্যাটাররা উইকেটে থিতু হতে পারেননি।

এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। পরবর্তী ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে সিরিজ জয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

আপডেট: ০৫:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
বিশেষ প্রতিনিধি: মুজাহিদ খাঁন কাওছার

মিরপুরের চেনা কন্ডিশনে ফিরে যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ সফরে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত স্মৃতি ভুলিয়ে দিতে আজ যেন ঘরের মাঠে জ্বলে উঠলো টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে ফখর জামান একাই লড়াই করেছেন, ৪৬ রান করেন তিনি। বাকিদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। তাসকিন ৩ উইকেট এবং তানজিম-মেহেদি ভাগ করে নেন বাকি উইকেট।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ৭ রানে দুই ওপেনার তানজিদ তামিম (১) ও অধিনায়ক লিটন দাস (১) ফিরে যান সাজঘরে। তবে এরপর পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ম্যাচের রূপ বদলে যায়। ৭৩ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তারা। হৃদয় ৩৬ রানে আউট হলেও ইমন তুলে নেন নিজের ক্যারিয়ার সেরা ৫৬ রান (৩৯ বল)। জাকের আলি অপরাজিত থাকেন ১৫ রানে।

মিরপুরের আজকের ম্যাচে পুরনো মুস্তাফিজের ঝলক দেখা গেছে। তার স্লোয়ার ও কাটারে নাস্তানাবুদ পাকিস্তান ব্যাটাররা উইকেটে থিতু হতে পারেননি।

এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। পরবর্তী ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে সিরিজ জয়।