০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে; আদালতে নেওয়া হবে সোমবার

নিউজ ডেস্ক

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় সোমবার আদালতে হাজির

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় সোমবার আদালতে হাজির
নুসরাত ফারিয়া: ছবি সংগৃহীত

বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮ মে) সকালে তিনি থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোড কার্যালয়ে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার (১৯ মে) তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ডিবি সূত্র।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন,

“গ্রেপ্তারকৃত অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণেই তাকে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ভাটারা থানায় একটি মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জন অভিনয়শিল্পী এবং আরও ২৮৩ জন সরকারসংশ্লিষ্ট ব্যক্তিকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৩০০–৪০০ জনকে এই মামলার আসামির তালিকায় রাখা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, “সকাল ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ থেকে খবর পাই। এরপর থানা পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সুবিধার্থে তাকে ডিবি অফিসে পাঠানো হয়।”

নুসরাত ফারিয়া একজন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক।

  • ক্যারিয়ার শুরু করেন রেডিও জকি হিসেবে

  • ২০১৩ সালে উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ

  • ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক

  • দুই বাংলায় প্রায় ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয়

  • সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বিন-৩’

ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
৫৯

নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে; আদালতে নেওয়া হবে সোমবার

আপডেট: ০৯:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় সোমবার আদালতে হাজির
নুসরাত ফারিয়া: ছবি সংগৃহীত

বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮ মে) সকালে তিনি থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোড কার্যালয়ে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার (১৯ মে) তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ডিবি সূত্র।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন,

“গ্রেপ্তারকৃত অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণেই তাকে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ভাটারা থানায় একটি মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জন অভিনয়শিল্পী এবং আরও ২৮৩ জন সরকারসংশ্লিষ্ট ব্যক্তিকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৩০০–৪০০ জনকে এই মামলার আসামির তালিকায় রাখা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, “সকাল ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ থেকে খবর পাই। এরপর থানা পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সুবিধার্থে তাকে ডিবি অফিসে পাঠানো হয়।”

নুসরাত ফারিয়া একজন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক।

  • ক্যারিয়ার শুরু করেন রেডিও জকি হিসেবে

  • ২০১৩ সালে উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ

  • ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক

  • দুই বাংলায় প্রায় ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয়

  • সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বিন-৩’

ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।