নির্বাচনের দাবিতে জামায়াতের ৫ দফা গণআন্দোলন কর্মসূচি ঘোষণা,,,,দৈনিক বর্তমান কথা ,
- আপডেট: ০২:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১১
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নতুন করে রাজনৈতিক দাবির পরিধি বাড়ালো বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ৫ দফা গণদাবি, যার মূল লক্ষ্য আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “বাংলাদেশকে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য আমরা আন্দোলনের ৫ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরছি।”
ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ তৈরি, বর্তমান সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সংবাদ সম্মেলনে সৈয়দ আব্দুল্লাহ তাহের আরও বলেন, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক ও শিক্ষাবিদ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সমর্থন করেছেন। তাই জনগণের এই দাবি আদায়ে গণআন্দোলন ছাড়া বিকল্প নেই। তিনি দাবি করেন, এসব দাবিই একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার পথ খুলে দিতে পারে।