০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ের দারপ্রান্তে শিবির প্যানেল,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল উল্লেখযোগ্য সাফল্যের পথে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে দুইটা থেকে কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয় এবং রাত সাড়ে চারটার মধ্যে বেশিরভাগ হলের প্রাথমিক ফল প্রকাশিত হয়।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। বিভিন্ন হলের ভোট মিলিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১২ হাজার ১০৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন চার হাজার ৯১৫ ভোট। জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খানও যথেষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

বিভিন্ন হলের ফলাফলে দেখা গেছে, কার্জন হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, শহীদুল্লাহ হল, শামসুন্নাহার হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, রোকেয়া হল, এস এম হল, মুহসীন হল ও জিয়া হলের ভোটে শিবির সমর্থিত প্রার্থীরা সুবিধাজনক ব্যবধানে এগিয়ে থাকছেন। রোকেয়া হলে সাদিক কায়েম পেয়েছেন ১৪৭২ ভোট, ফরহাদ হোসেন জিএস পদে ১১২০ ভোট, আর এজিএস পদে মহিউদ্দিন খান ১২২৪ ভোট পেয়েছেন। জগন্নাথ হলে ছাত্রী ভোটারদের সমর্থিত আবিদুল ইসলাম খান ভিপি পদে ১২৭৬ ভোট পেলেও অন্যান্য পদে শিবিরের প্রার্থীরা এগিয়ে।

নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়াই করেন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।

প্রাপ্ত ফলাফলে স্পষ্ট যে, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য ভূমিধস জয় নিশ্চিত করতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ের দারপ্রান্তে শিবির প্যানেল,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল উল্লেখযোগ্য সাফল্যের পথে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে দুইটা থেকে কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয় এবং রাত সাড়ে চারটার মধ্যে বেশিরভাগ হলের প্রাথমিক ফল প্রকাশিত হয়।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। বিভিন্ন হলের ভোট মিলিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১২ হাজার ১০৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন চার হাজার ৯১৫ ভোট। জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খানও যথেষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

বিভিন্ন হলের ফলাফলে দেখা গেছে, কার্জন হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, শহীদুল্লাহ হল, শামসুন্নাহার হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, রোকেয়া হল, এস এম হল, মুহসীন হল ও জিয়া হলের ভোটে শিবির সমর্থিত প্রার্থীরা সুবিধাজনক ব্যবধানে এগিয়ে থাকছেন। রোকেয়া হলে সাদিক কায়েম পেয়েছেন ১৪৭২ ভোট, ফরহাদ হোসেন জিএস পদে ১১২০ ভোট, আর এজিএস পদে মহিউদ্দিন খান ১২২৪ ভোট পেয়েছেন। জগন্নাথ হলে ছাত্রী ভোটারদের সমর্থিত আবিদুল ইসলাম খান ভিপি পদে ১২৭৬ ভোট পেলেও অন্যান্য পদে শিবিরের প্রার্থীরা এগিয়ে।

নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়াই করেন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।

প্রাপ্ত ফলাফলে স্পষ্ট যে, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য ভূমিধস জয় নিশ্চিত করতে যাচ্ছে।