০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সীমান্তে বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশি, ফেরত আনল বিজিবি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৭৫

ভারতে অবৈধভাবে বসবাসরত ১১ বাংলাদেশিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা ওই ১১ জনকে আটক করেন। এরপর দুপুর দেড়টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ফেরত আনেন মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি বিজিবির সদস্যরা। ফেরত আসা ১১ বাংলাদেশির মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।

এদিন বিকেল ৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, আটক ১১ জন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ বিজিবি-৫৯ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্প কমান্ডার আটককৃদদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সরবরাহ করেন। বিজিবি সেসব তথ্য যাচাই বাছাই শেষে আটক ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩/এমপি-সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশিকে গ্রহণ করার পর বিজিবি তাদেরকে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্রঃ বিজিবি 

বিএসএফ

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সীমান্তে বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশি, ফেরত আনল বিজিবি

আপডেট: ০৬:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ভারতে অবৈধভাবে বসবাসরত ১১ বাংলাদেশিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা ওই ১১ জনকে আটক করেন। এরপর দুপুর দেড়টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ফেরত আনেন মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি বিজিবির সদস্যরা। ফেরত আসা ১১ বাংলাদেশির মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।

এদিন বিকেল ৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, আটক ১১ জন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ বিজিবি-৫৯ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্প কমান্ডার আটককৃদদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সরবরাহ করেন। বিজিবি সেসব তথ্য যাচাই বাছাই শেষে আটক ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩/এমপি-সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশিকে গ্রহণ করার পর বিজিবি তাদেরকে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্রঃ বিজিবি 

বিএসএফ