০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

সাভারের আশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, বড় ধরনের ক্ষতি

নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, বড় ধরনের ক্ষতি

সাভারের আশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড
বাসে অগ্নিকাণ্ড: ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) রাত ১১টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার নতুন ডিইপিজেড এলাকার সামনে লাব্বাইক পরিবহণের পার্কিংকৃত বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়।

ঘটনার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের টানা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ জানান, রাত ১১টা ৫৮ মিনিটে তারা অগ্নিকাণ্ডের সংবাদ পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, অসাবধানবশত কেউ ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পরিবহণ শ্রমিকদের মধ্যে এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মালিকপক্ষ জানায়, আগুনে সম্পূর্ণ বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

উল্লেখ্য, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
৬৪

সাভারের আশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, বড় ধরনের ক্ষতি

আপডেট: ০৯:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
সাভারের আশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড
বাসে অগ্নিকাণ্ড: ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) রাত ১১টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার নতুন ডিইপিজেড এলাকার সামনে লাব্বাইক পরিবহণের পার্কিংকৃত বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়।

ঘটনার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের টানা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ জানান, রাত ১১টা ৫৮ মিনিটে তারা অগ্নিকাণ্ডের সংবাদ পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, অসাবধানবশত কেউ ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পরিবহণ শ্রমিকদের মধ্যে এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মালিকপক্ষ জানায়, আগুনে সম্পূর্ণ বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

উল্লেখ্য, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।