হায়দ্রাবাদে ভবনে ভয়াবহ আগুন: প্রাণ গেল অন্তত ১৭ জনের, আহত বহু

দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি-এর এক প্রতিবেদন সূত্রে জানা গেছে।
জানা গেছে, ভবনটির নিচতলায় একটি গহনার দোকান ছিল এবং উপরের তলাগুলোতে বসবাস করতেন সাধারণ মানুষ। বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিশন রেড্ডি বলেন,”এই দুর্ঘটনা সর্ট সার্কিটের কারণে ঘটেছে এবং এতে বহু প্রাণহানি হয়েছে।”
🚒 জরুরি উদ্ধার অভিযানে ১১টি ইউনিট, অগ্নিনির্বাপক রোবট মোতায়েন
ঘটনাস্থলে ১১টি ফায়ার সার্ভিস ইউনিট, একটি ফায়ার রোবট এবং দশকের বেশি দমকল কর্মী উদ্ধার অভিযানে অংশ নেয়।
হায়দ্রাবাদ এমপি আসাদুদ্দিন ওয়াইসি জানান,
“অনেকে ভেতর থেকে দরজা বন্ধ করে ফেলেছিলেন, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তোলে।”
🧍 একটি মাত্র সিঁড়ি, সরু নির্গমনপথ – মৃত্যুকূপে পরিণত ভবন
তেলেঙ্গানার ফায়ার সার্ভিসের মহাপরিচালক ওয়াই নাগি রেড্ডি জানিয়েছেন,
“ভবনটিতে মাত্র একটি সিঁড়ি ছিল এবং নির্গমনের জন্য অন্য কোনো পথ ছিল না। ফলে ২১ জন বাসিন্দার মধ্যে ১৭ জন প্রাণ হারান।”