খালেদা জিয়াকে হয়রানি: দুদকের ৩ সাবেক চেয়ারম্যান ও ১ সচিবের বিরুদ্ধে মামলা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সাবেক সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১৮ মে) রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন অ্যাডভোকেট মো. হোসেন আলী খান হাসান।
মামলায় অভিযুক্তরা হলেন:
-
সাবেক দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী
-
সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান
-
সাবেক চেয়ারম্যান আবুল হাসান মনজুর
-
সাবেক দুদক সচিব মোখলেছ উর রহমান
মামলার অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন দুদক কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। যার মাধ্যমে তাঁকে হয়রানি ও রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
আইনি ব্যাখ্যায় অ্যাডভোকেট হোসেন আলী খান বলেন, “সরকারি দায়িত্ব পালনের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং আইনের অপব্যবহার।”
তিনি আরও জানান, আদালত অভিযোগ গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করবেন।