সুদানে ড্রোন হামলায় ৬০ জন নিহত: এল-ফাশার শহরে ভয়াবহ মানবিক বিপর্যয়
- আপডেট: ০৯:৫১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১১৪
সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ শহর এল-ফাশারে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১১ অক্টোবর) আরএসএফ বাহিনী একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে মরদেহগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় প্রতিরোধ কমিটি এ হামলাকে “গণহত্যা” হিসেবে বর্ণনা করে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে প্রায় আড়াই কোটি মানুষ তীব্র দুর্ভিক্ষের মুখে রয়েছে।
দারফুর অঞ্চলের শেষ রাজ্য রাজধানী হিসেবে এল-ফাশার এখন যুদ্ধের কৌশলগত ফ্রন্টে পরিণত হয়েছে। আরএসএফ বাহিনী পশ্চিমাঞ্চলে তাদের দখল শক্তিশালী করার চেষ্টা করছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো শহরটির পরিস্থিতিকে বর্ণনা করেছে “খোলা আকাশের নিচে এক মর্গ” হিসেবে।
















