লক্ষ শহীদের রক্তস্নাত আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার মহিমান্বিত বিজয়ের প্রতি গভীরতম শ্রদ্ধা,,
- আপডেট: ০১:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৩০
লক্ষ শহীদের রক্তস্নাত আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার মহিমান্বিত বিজয়ের প্রতি গভীরতম শ্রদ্ধা
কাজী আরিফ
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া! মহান বিজয় দিবস! ১৬ ডিসেম্বর, মঙ্গলবার! সময় ঃ ৭ টা ৪০ মিঃ
বিজয়ের আলোয় উদ্ভাসিত মহান ডিসেম্বর—অবকাশ (ফারুকী পার্ক) স্মৃতিসৌধে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আবেগঘন শ্রদ্ধা নিবেদন,বলি গেছে লক্ষ প্রাণ—তবুও মাথা নত হয়নি বাঙালি; অবশেষে পেয়েছি স্বাধীনতার বিজয়মাল্য।১৯৭১ সালের রক্তঝরা মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে জন্ম নিয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ—সেই সব বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেছে।বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের-এর নেতৃত্বে জেলা, সদর ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ঐতিহাসিক(ফারুকি পার্ক) অবকাশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকালে নীরবতা নেমে আসে স্মৃতিসৌধ প্রাঙ্গণে—সেই নীরবতায় ছিল লক্ষ শহীদের আর্তনাদ, ত্যাগ আর বিজয়ের গৌরবগাথা। শহীদদের পবিত্র রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশ গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মিনহাজনবী পলাশ, সহ-সভাপতি শাহ আলম পালোয়ান, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা উদ্দিন, অর্থ সম্পাদক আল আমিন খন্দকার, সহ-অর্থ সম্পাদক শেখ রাজেন, দপ্তর সম্পাদক কাজী আরিফসহ জেলা কমিটির নেতৃবৃন্দ বিজয়ের চেতনাকে ধারণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আকরাম শাহ, দপ্তর সম্পাদক জুয়েল ভূঁইয়াসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।আখাউড়া উপজেলা শাখা থেকে উপস্থিত ছিলেন সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আল শাহারিয়া, অর্থ সম্পাদক মো. হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মী ও সদস্যবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা আবেগাপ্লুত কণ্ঠে বলেন,“লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড নয়—এ আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্ব। এই বিজয়ের চেতনাকে ধারণ করেই সাংবাদিক সমাজকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং দেশপ্রেমের আদর্শে অবিচল থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান, যেন শহীদদের আত্মত্যাগ কখনো বিস্মৃত না হয়।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণমাধ্যমের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

















