প্রথম আলোর প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
- আপডেট: ০১:৪২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ১৯
প্রথম আলোর প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ দিক থেকে একটি মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হয়। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে মিছিল থেকে কিছু লোক কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।
হামলাকারীরা অফিসের ভেতরের গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে আগুনে পুড়িয়ে দেয়। পাশাপাশি বেশ কয়েকটি আসবাবপত্র ভেঙে ফেলা হয়। কিছু কম্পিউটার ও কাগজপত্র নিচে ফেলে নষ্ট করা হয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। এছাড়া কার্যালয়ের সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের দিকে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এবং অল্প সময়ের মধ্যেই হামলার ঘটনা ঘটে।
এর আগে একই দিন রাত ৯টার দিকে ইনক্লাব মঞ্চে হাদি নামের এক ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ওই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ তৈরি হয় বলে জানা গেছে। এর ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে আসে এবং বিক্ষোভ শুরু করে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

















