০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে সংগীত শিল্পী “রাখা পপির” দুইটি মিউজিক ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে,,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৪

 

নিজস্ব প্রতিবেদক বিনোদন: দুর্গা পুজো উপলক্ষে দুটি মিউজিক ভিডিওর গান রিলিজ হওয়ার পর থেকে ফেসবুক ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
“দূর্গা মা” এবং “দেবী বিসর্জন- বলো দূর্গা মাই কি ” শিরোনামে জনপ্রিয় সংগীতশিল্পী রাকা পপির দুইটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে । Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিও দুইটি প্রকাশ হয়েছে। এছাড়াও বিভিন্ন অন লাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন রামানন্দ সরকার এবং দ্বিতীয় গানের গীতিকার রামানন্দ সরকার এবং সুর করেছেন রাকা পপি । জিকো এবং অপু আমান গান দুইটির মিউজিক করেছেন। ভিডিও দুইটির কাস্টিং এ গায়িকা নিজেই রয়েছেন। এম.ডি.শামীম এর কোরিগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাসের ভিডিও পরিচালনায় কোরিওগ্রাফার ছিলেন এমডি শামীম। এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত ” রসিক কালা” গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি ‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’ “গায়ে হলুদ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গান সংক্রান্তে তিনি বলেন, দূর্গা পূজা হিন্দু ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব। আসুরিক শক্তি বিনাশের মাধ্যমে বিশ্ব যাতে শান্তিময় হয়ে ওঠে শিল্পী সে কামনাই করেন। অন্য গানে দেবীর বিসর্জন এবং এর আনুষ্ঠানিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। তিনি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন । মিউজিক ভিডিও দুইটি শ্রোতাপ্রিয় হবে বলে তিনি আশা করেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

দুর্গাপূজা উপলক্ষে সংগীত শিল্পী “রাখা পপির” দুইটি মিউজিক ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে,,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক বিনোদন: দুর্গা পুজো উপলক্ষে দুটি মিউজিক ভিডিওর গান রিলিজ হওয়ার পর থেকে ফেসবুক ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
“দূর্গা মা” এবং “দেবী বিসর্জন- বলো দূর্গা মাই কি ” শিরোনামে জনপ্রিয় সংগীতশিল্পী রাকা পপির দুইটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে । Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিও দুইটি প্রকাশ হয়েছে। এছাড়াও বিভিন্ন অন লাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন রামানন্দ সরকার এবং দ্বিতীয় গানের গীতিকার রামানন্দ সরকার এবং সুর করেছেন রাকা পপি । জিকো এবং অপু আমান গান দুইটির মিউজিক করেছেন। ভিডিও দুইটির কাস্টিং এ গায়িকা নিজেই রয়েছেন। এম.ডি.শামীম এর কোরিগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাসের ভিডিও পরিচালনায় কোরিওগ্রাফার ছিলেন এমডি শামীম। এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত ” রসিক কালা” গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি ‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’ “গায়ে হলুদ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গান সংক্রান্তে তিনি বলেন, দূর্গা পূজা হিন্দু ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব। আসুরিক শক্তি বিনাশের মাধ্যমে বিশ্ব যাতে শান্তিময় হয়ে ওঠে শিল্পী সে কামনাই করেন। অন্য গানে দেবীর বিসর্জন এবং এর আনুষ্ঠানিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। তিনি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন । মিউজিক ভিডিও দুইটি শ্রোতাপ্রিয় হবে বলে তিনি আশা করেন।