চাঁদপুর নদীবন্দরে ইজারা দুর্নীতি নিয়ে নৌযান শ্রমিকদের ক্ষোভ,,,,দৈনিক বর্তমান কথা
- আপডেট: ০৮:৩৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৫
নিজস্ব প্রতিবেদকঃচাঁদপুর নদীবন্দরে জাহাজ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদার মজিবুল হক (মুজিব)-এর বিরুদ্ধে। তথ্যসূত্রে জানা গেছে, এংকর অবস্থায় থাকা জাহাজ কিংবা চলন্ত নৌযান থেকেও ইজারার নামে তিনি ২০০ টাকা করে আদায় করছেন। অথচ নৌ আইনে এংকর অবস্থায় থাকা জাহাজের ক্ষেত্রে কোনো ইজারা প্রদানের বিধান নেই।
স্থানীয় নৌযান শ্রমিকদের অভিযোগ, এই বেআইনি অর্থ আদায়ের ঘটনায় চাঁদপুর পোর্ট অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন। তারা জানান, দ্রুত এ ধরনের দুর্নীতি বন্ধ করা না হলে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “চাঁদপুর নদীবন্দরে অবৈধভাবে টাকা আদায় বন্ধ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আর এ আন্দোলন চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার পোর্ট অফিসারসহ বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিতে হবে।”
চাঁদপুর নদীবন্দরের ইজারা ব্যবস্থার স্বচ্ছতা ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নৌযান শ্রমিকরা।










