০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

গুম ও জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট দুই মামলায় আজ ট্রাইব্যুনালে শুনানি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৯২

স্টাফ রিপোর্টার │ বর্তমান কথা

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আজ (রোববার, ২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনা হয়েছে। মামলার অপর আসামি ষ্বৈরশাসক শেখ হাসিনা পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালের সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আজ আদালতে উপস্থাপন করতে পারে প্রসিকিউশন।

এছাড়া, গণঅভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে আজ ২০তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনাসহ মামলার সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল।
অন্যদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার ও এসি ইমরুল পলাতক রয়েছেন

অপরদিকে, আজ রোববারই জুলাই অভ্যুত্থানে ফার্মগেইট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানিও নির্ধারিত রয়েছে।
এই মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কেও প্রসিকিউশন ট্রাইব্যুনালকে অবহিত করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

গুম ও জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট দুই মামলায় আজ ট্রাইব্যুনালে শুনানি

আপডেট: ১২:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার │ বর্তমান কথা

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আজ (রোববার, ২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনা হয়েছে। মামলার অপর আসামি ষ্বৈরশাসক শেখ হাসিনা পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালের সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আজ আদালতে উপস্থাপন করতে পারে প্রসিকিউশন।

এছাড়া, গণঅভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে আজ ২০তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনাসহ মামলার সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল।
অন্যদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার ও এসি ইমরুল পলাতক রয়েছেন

অপরদিকে, আজ রোববারই জুলাই অভ্যুত্থানে ফার্মগেইট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানিও নির্ধারিত রয়েছে।
এই মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কেও প্রসিকিউশন ট্রাইব্যুনালকে অবহিত করবে বলে জানা গেছে।