খাগড়াছড়িতে ১’জোড়া কানের দুল ১’জোড়া স্বর্ণে বাঁধানো হাতের শাকা ও ১টি নেকলেস’সহ ২ চোর আটক,,,,
- আপডেট: ১০:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৮১
খাগড়াছড়িতে ১’জোড়া কানের দুল ১’জোড়া স্বর্ণে বাঁধানো হাতের শাকা ও ১টি নেকলেস’সহ ২ চোর আটক!!
মোঃ রবিউল ইসলাম (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি সদরাধীন স্বর্ণ চুরি করার অভিযোগে চোরাইকৃত ১ জোড়া কানের দুল, ১ জোড়া সাদা গোল্ডেন রংয়ের স্বর্ণের বাঁধানো হাতের শাকা ১টি নেকলেস সহ, মোঃ রিপন ইসলাম প্রকাশ ও জুয়েল ইসলাম নামে, দুই জনকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি সদর থানার পুলিশ।
আজ (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার, মো: আরেফিন জুয়েল এর নির্দেশনা এই দুই চোরদের আটক করা হয়। আটককৃতরা মোঃ রিপন ইসলাম প্রকাশ,(৪৭) মোঃ জুয়েল ইসলাম (২৫) সদর থানার – শালবাগান এলাকার মোঃ তাজুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭/১১/২০২৫ তারিখ জনৈকা আঁখি সূত্রধর (৩৫) খাগড়াছড়ি সদর থানাধীন খাগড়াছড়ি বাজারস্থ। লক্ষ্মী নারায়ণ মন্দিরে, প্রসাদ নেওয়ার সময়, মানুষের ভিড়ের মধ্যে। তার মেয়ে
বৈশাখী সূত্রধর (১৯) এর কাঁধে ব্যাগ থাকা, চেইন খুলে ব্যাগের ভিতরে থাকা, স্বর্ণালংকার রক্ষিত ছোট ব্যাগ’টি চুরি করে নিয়ে যায় রিপন ও জুয়েল। এছাড়াও চোরাইকৃত স্বর্ণ ক্রয়-বিক্রয়কারী লিটন কান্তিসহ তিন আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


















