০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০১:৪৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৪

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন
রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ সিঙ্গাপুরে তার চিকিৎসা তদারকি করছিলেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর চলন্ত রিকশায় থাকার সময় দুই দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

শরিফ ওসমান হাদির রাজনৈতিক জীবন অনেক দিক থেকেই আলোচিত ছিল। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদি শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি শিক্ষকতা করছিলেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে শহীদ ও আহতদের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং ধারাবাহিক সমাবেশ আয়োজনের মাধ্যমে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।

গত নভেম্বর মাসে হাদি প্রকাশ্যে জানিয়েছিলেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে তিনি জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ‘ইনসাফের লড়াই’ থেকে পিছিয়ে যাননি। নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলি লাগার ঘটনাকে বিশেষজ্ঞরা নির্বাচনের প্রাক্কালে সহিংসতার সতর্কবার্তা হিসেবে দেখছেন।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান বলেন, “ওসমান হাদী বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। দেশের স্বাধীনতার ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য তার অবদান অম্লান থাকবে

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন

আপডেট: ০১:৪৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন
রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ সিঙ্গাপুরে তার চিকিৎসা তদারকি করছিলেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর চলন্ত রিকশায় থাকার সময় দুই দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

শরিফ ওসমান হাদির রাজনৈতিক জীবন অনেক দিক থেকেই আলোচিত ছিল। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদি শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি শিক্ষকতা করছিলেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে শহীদ ও আহতদের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং ধারাবাহিক সমাবেশ আয়োজনের মাধ্যমে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।

গত নভেম্বর মাসে হাদি প্রকাশ্যে জানিয়েছিলেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে তিনি জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ‘ইনসাফের লড়াই’ থেকে পিছিয়ে যাননি। নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলি লাগার ঘটনাকে বিশেষজ্ঞরা নির্বাচনের প্রাক্কালে সহিংসতার সতর্কবার্তা হিসেবে দেখছেন।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান বলেন, “ওসমান হাদী বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। দেশের স্বাধীনতার ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য তার অবদান অম্লান থাকবে