সৌদি আরবে হজ পালনের জন্য পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি
- আপডেট: ১০:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৮৬
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন মুসল্লি পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় ইবাদত—হজ।
গালফ নিউজ শনিবার (২৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত এ সংখ্যা পৌঁছেছে। এর মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, ৩৫ হাজার ৪৭৮ জন এসেছেন স্থলপথে এবং ২ হাজার ৮২২ জন সাগরপথে সৌদি আরবে পৌঁছেছেন।
২০২৪ সালে প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছিলেন। তাঁদের মধ্যে বিদেশি ছাড়াও সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত মানুষ ছিলেন। তবে অনুমতি ছাড়া হজ পালনে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়ে প্রায় ১,৩০০ হাজী মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
হজযাত্রীদের যাত্রাপথের জটিলতা কমাতে ২০১৮ সাল থেকে সৌদি সরকার চালু করেছে ‘মক্কা রুট’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সাতটি দেশ রয়েছে—বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্ট।
এই উদ্যোগের ফলে হজযাত্রীরা নিজ নিজ দেশ থেকেই ইমিগ্রেশনসহ বায়োমেট্রিক তথ্য প্রদান, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং, লাগেজ ট্যাগিংসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন। সৌদি পৌঁছানোর পর তাদের সরাসরি নির্ধারিত আবাসস্থলে পৌঁছে দেওয়া হয় এবং লাগেজও আলাদাভাবে পৌঁছে দেওয়া হয়। এতে করে যাত্রাপথে ভোগান্তি অনেকটাই হ্রাস পেয়েছে।
বাংলাদেশ থেকে চলতি বছরে ইতোমধ্যে ৫৯ হাজার ১০১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত হজ ফ্লাইট পরিচালনা ও হজযাত্রীদের সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে।