খেলাধুলা প্রতিবেদক
এশিয়া কাপ খেলতে আজ (রোববার) দেশ ছেড়েছে সাকিব আল হাসানের দল। আর দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার জানালেন এশিয়া কাপে দলের মূল লক্ষ্যের কথা।
শুরুতে যেমনটা বলছিলেন, 'আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।'
এর আগে সব মিলিয়ে ৩ বার এশিয়া কাপের ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। অন্য আসরের থেকে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।
তাসকিন বলেন, 'চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।'