• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যাদের জন্য লিখি তাদের ভাগ্যের পরিবর্তন হলেও সাংবাদিকদের হয়নি ঝিনাইদহে কৃষকের মেধাবী সন্তানের সংবর্ধনা ধামইরহাটে লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ে পাঁচ বছরের দীর্ঘ দ্বন্দ্বের অবসান করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগ দেশে বিশৃংখলা তৈরি করতে চায়- হাসান উদ্দিন সরকার জিয়া মঞ্চের ফয়েজ উল্যাহ ইকবালের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ নেতা আটক মতিঝিলে নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন উদ্যোক্তা হওয়ার মজা নোয়াখালীতে চাচীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০ হাজার, মিলবে সনদ

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ব্রুস গর্ডন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

জ্যেষ্ঠ প্রতিবেদক

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এনডিইউবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ফাদার চার্লস ব্রুস গর্ডন। ইংরেজি বিভাগের এ অধ্যাপককে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলো আচায ও রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য মো. শাহাবুদ্দিনের অনুমোদনক্রমে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপ-উপাচার্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী অধ্যাপক ড. ফাদার চার্লস ব্রুস গর্ডনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রো-ভিসি হিসেবে তার মেয়াদ হবে চার বছর। বর্তমানে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিভাগে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা ও পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। এছাড়া পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়ে কাথলিক বুদ্ধিজীবীদের জীবন ও আমেরিকান সংস্কৃতি কেন্দ্রের কো-ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭৮ খ্রিষ্টাব্দে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা, আমেরিকা থেকে স্নাতক ও ১৯৮৬ খ্রিষ্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ খ্রিষ্টাব্দে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ