অর্থ প্রতিবেদক
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভোগের নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
অন্যদিকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পদায়ন করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে তাদের পদায়ন করা হয়।
বর্তমান অর্থ সচিব ফাতেমা ইয়াসমিনের চাকরির মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার তার স্থলাভিষিক্ত হবেন খায়েরুজ্জামান মজুমদার।
চলতি বছর ৩ জানুয়ারি জ্বালানি ও খনিজ বিভাগের বিভাগের সচিব মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে পদায়নের পর খায়েরুজ্জামানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়। এর আগে তিনি অর্থ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।
উল্লেখ, অবসরে যাওয়ার পর অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেবেন। তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এ পদে নিয়োগ পেলেন। তিন বছরের জন্য আন্তর্জাতিক এ সংস্থার ‘সেক্টরস ও থিম’–বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।
গত ২৮ জুন ডিবির পর্ষদ বৈঠকে তাকে এ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এডিবি বলেছে, তারা আশাবাদী যে ফাতিমা ইয়াসমিন আগস্টের শেষের দিকে এডিবিতে যোগ দেবেন।