• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার: হাবিবুল বাশার

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। একই সময়ে নেতৃত্বও ছেড়েছেন তিনি। পিঠের ইনজুরিতে এশিয়া কাপ মিস করলেও ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। এই সপ্তাহে ব্যাট হাতে অনুশীলনও শুরু করার কথা। নির্বাচক হাবিবুল বাশার তামিমের উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শনিবার দুপুরে গণমাধ্যমে হাবিবুল বাশার জানিয়েছেন, বিশ্বকাপের মতো ইভেন্টে তামিমের অভিজ্ঞতা ভীষণ প্রয়োজন।

মিরপুরে শনিবার সকালে মাঠে এসেছিলেন তামিম। ব্যাটিং করার কথা থাকলেও এই সপ্তাহের মধেই ব্যাট চালানো শুরু করবেন। তামিমকে নিয়ে নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসতে। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউ জিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা, পারফরম্যান্স আমাদের অনেক প্রয়োজন। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় সঠিক সময়ের আগেই ফিরে আসবে।’

এশিয়া কাপে তামিম না থাকায় নির্বাচকরা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে সুযোগ দিয়েছেন। অভিজ্ঞ ওপেনারের না থাকায় কোনও সমস্যা হবে না বলে মনে করেন হাবিবুল, ‘আমার মনে হয় না চিন্তিত হওয়ার কিছু আছে। আমাদের লক্ষ্য একদম পরিষ্কার। যদি দেখেন, আমাদের খেলার ধরনটা বদলেছে। আমরা যে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথাটা বলছিলাম, সেটা কিন্তু গত ২-৩ সিরিজ ধরে খেলছি। আমাদের পারফরম্যান্সে দেখতে পারবেন। ভয়ডরহীন ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটারদের ব্যাক করতেই হবে। কারণ এই ধরনের ক্রিকেটের যে মূল, আপনি আপনার ইতিবাচক ক্রিকেটটা খেলবেন। এতে করে যদি ১-২ ম্যাচ রান নাও করেন, আপনাকে আপনার দল ব্যাক করবে। সেই আত্মবিশ্বাস দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য বদলি ক্রিকেটার তৈরি রাখতে আলাদা ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। টুর্নামেন্ট চলাকালে ১৫ সদস্যের কোনও একজন ইনজুরিতে পড়লে এই ক্যাম্প থেকেই ক্রিকেটার নেওয়া হবে। ক্যাম্পে কোন ক্রিকেটাররা থাকবেন তার তালিকা প্রকাশ না করলেও এই তালিকাতে থাকবেন মাহমুদউল্লাহ। সাত-আটজন ক্রিকেটার নিয়ে ক্যাম্পের ভাবনাটাও মূলত চন্ডিকা হাথুরুসিংহের। এই ক্যাম্প থেকে তামিমও ফেরার লড়াই চালিয়ে যাবেন। আলাদা এই ক্যাম্প নিয়ে হাবিবুল বলেছেন, ‘দেখুন আমাদের একটা দল তো যাচ্ছেই। বিশ্বকাপের এখনও দুই মাস সময় আছে। এই সময়ে অনেকের ইনজুরি কনসার্ন হতে পারে। সব কিছু মাথায় রেখেই আমাদের পুলটা… ৩০-৩২ জনের একটা পুল তো আছেই। কেউ যদি দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ে, যেটা খেলারই অংশ। তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। যেহেতু আমাদের এখন কোনও ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছেন না। এই সময় সবাইকে অনুশীলনে রাখাটা গুরুত্বপূর্ণ। সেটাই আসলে চেষ্টা করা হচ্ছে। আগামী ২-১ দিনের মধ্যেই বিশেষ এই ক্যাম্প শুরু হয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ