• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন

তামিমকে যে পরামর্শ দিলেন হাথুরু

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন তানজীদ হাসান তামিম। সর্বশেষ ইর্মাজিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন তরুণ এই ওপেনার। জাতীয় দলের ক্যাম্পে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করা নিয়ে জানালেন প্রতিক্রিয়া। এ ছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়ে নিজের অনুভূতির কথাও লুকোলেন না তরুণ এই ক্রিকেটার।

আজ (বৃহস্পতিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলছিলেন, ‘প্রথমত, আলহামদুল্লিলাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি। তারপরও এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টগুলোতে, বিসিবি প্রেসিডেন্ট কাপ, সব জায়গাতেই খেলা হয়েছে। উপভোগ করছি অনেক।’

ছোট থেকে নিজের মার-মার কাট-কাট যে খেলাটা সেটা এখন আন্তর্জাতিক ক্রিকেটে তামিম খেলতে পারবেন কি না সেটা নিয়েই যথেষ্ট আলোচনা হচ্ছে। তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন এই ওপেনার, ‘আমি এটা নিয়ে চিন্তা করছি না। কোন বোলার বল করছে, এটা নিয়ে আমি ভাবি না। আমি চেষ্টা করি বল দেখে খেলার।’

নিজের খেলার ধরন নিয়ে তামিম আরো বললেন, ‘দেখুন, আমি এসব চিন্তা করে ব্যাটিংয়ে নামি না। মনের মধ্যে এটাই থাকে যে পজিটিভ ক্রিকেট খেলব। অনেকেই বলে আমি অনেক আক্রমণাত্মক ক্রিকেট খেলি। এই রকম না। আমি শুধু স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমার শক্তির ওপর বিশ্বাস রাখার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, আমার শক্তিতে এবং পজিটিভ খেলায়।’

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে প্রথমবার কাজ করছেন তামিম। টাইগার এই প্রধান কোচও দিয়েছেন টোটকা, ‘জাতীয় দলে আসার পর কোচ বলছেন, তুমি এতদিন যেভাবে খেলে এসেছ, তোমার সহজাত খেলা যেটা, সেটাই খেলবে। উনি বলছেন যে তোমার যদি নিজের কোনো সমস্যা থাকে, তাহলে আমার কাছে এসে কথা বলবে। উনি সব সময় প্রশ্ন করতে পছন্দ করেন। কারণ, তাহলে নিজের ভেতর থেকে সব কিছু আসে। এদিক থেকে বলব ভালো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ