• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

মতিঝিল আরামবাগ এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

এম.ডি.এন.মাইকেল

মতিঝিল আরামবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। গত রবিবার (১৩ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় বিকেলে। অভিযান চলাকালীন কয়েকটি নকশা বহির্ভূত ভবনে সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/১) এর মতিঝিল আরামবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। রাজউকের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে সচেতন মহল বলেন আরামবাগ ফকিরাপুল সহ রাজধানী ঢাকার রাজউকের আওতাধীন সকল নকশা বহির্ভূত অবৈধ ভবনের বিরুদ্ধে উচ্ছেদে অভিযান পরিচালনা করার জন্য আহ্বান জানান।মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, সহকারী অথরাইজড অফিসার সাব্বিরুল ইসলাম , প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন, বেলাল হোসেন ও মোঃ মোত্তালিব হোসেন, ইমারত পরিদর্শক মোঃ তারিফুর রহমান, মোঃ জিয়াউদ্দিন,মোঃ কামরুজ্জামা, তুষার চন্দ্র বর্মন, মোঃ নাহিদুল ইসলাম রাজউকের অন্যান্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ