প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৩, ১:৪৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিবি গুইমারা সেক্টর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিজিবি গুইমারা সেক্টর সদর দপ্তর ও বিজিবি হাসপাতাল গুইমারার উদ্যোগে গরীব, অসহায় এবং দুঃস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এস এম মোরশেদ সরোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু।
এসময় অন্যন্যের মধ্যে গুইমারা হাসপাতালের অধিনায়ক লে: কর্ণেল মো: আবু সাইদুজ্জামান, মেজর মোহাম্মদ নাফিস ইসলাম, ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ২৫০ জন দুস্থ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিতরণ করা হয়।
অন্যদিকে সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ এলাকাতে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।##
Copyright © 2024 দৈনিক বর্তমান কথা. All rights reserved.