নিজস্ব প্রতিবেদক
আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পোড়াবাড়ি পয়েন্টের পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। তবে ইতোমধ্যেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি কমতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সোমবার (১৪ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।
পাউবো জানায়, ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে, যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় উভয় নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এছাড়া, গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পোড়াবাড়ি পয়েন্টের পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল কমতে পারে এবং ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নেমে আসতে পারে।