• রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
“কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ” এখনো বহাল তবিয়াতে মতিঝিল অফিস পাড়ায় অবৈধ স্টাফ বাস স্ট্যান্ড (পর্ব-৪) “কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি” মতিঝিল দিলকুশায় মনি মুক্তা রিয়াদ সাইদুল গংদের প্রকাশ্য মাদক ব্যবসা হালিশহর থানার অভিযানে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার আটক স্বামী-স্ত্রী খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, তৃণমূল বিএনপি ও কংগ্রেসের স্থগিত শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির র‍্যালি উপহার সামগ্রী শীতবস্ত্র বিতরণ “অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি” টাকা আর লবিং থাকলে আইন থাকে ভ্যানিটি ব্যাগে ডিজিএম সৈয়দ সালমা উসমান গুইমারা থানায় অভিযান চালিয়ে চোরাকারবারি আটক-২ খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হলো পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তী গুইমারায় ৪টি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা গুইমারা নাশকতার ঘটনায় বিএনপির ৬নেতাকর্মী আটক

যে কারণে ক্রিকেটারদের গোপন অনুশীলন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে আরও একবার গোপন অনুশীলন শুরু করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর আগেও কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে এমন পদ্ধতিতে অনুশীলন করেছে বাংলাদেশ। কিন্তু, বড় আসরের মূল প্রস্তুতিপর্বের আগে এমন কিছু দেখতে পাওয়া কিছুটা অস্বাভাবিকই বটে। সাধারণত এমন রুদ্ধদ্বার অনুশীলন ম্যাচের আগে দেখা গেলেও এবার প্রায় দুই মাস আগেই কঠোর গোপনীয়তা রাখছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ জাতীয় দলের সময়টাই এমন, যখন একের পর এক সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যম আর ভক্তদের অবাক করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া, শেখ মেহেদীর অন্তর্ভুক্তি যেমন খবরের শিরোনাম হয়েছে, তেমনি আলোচনায় এসেছে হাথুরুসিংহের বিশেষ অনুশীলন পর্বটাও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিশেষ অনুশীলনের কথা। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী কয়েক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। প্রতিদিন ১৫ মিনিট অনুশীলনের ছবি তুলতে ও ভিডিও ফুটেজ নিতে পারবে সংবাদমাধ্যম। এরপর স্টেডিয়াম এলাকা ত্যাগ করতে হবে তাদের।

কিন্তু, মূল টুর্নামেন্ট শুরুর আগেই কেন এমন গোপনীয়তার পথে হাঁটছে বাংলাদেশ? সেটাও এক বড় প্রশ্ন। হাথুরুর অনেক সিদ্ধান্তের মত, এই সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন।

মূলত নিজের দলকে নিয়ে নতুন পরিকল্পনা সাজানোর লক্ষ্য নিয়েই এমন সিদ্ধান্ত জাতীয় দলের লংকান কোচের। বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন মানেই একঝাঁক সাংবাদিকের আনাগোনা। দলীয় অনুশীলন তো বটেই, ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে ব্যক্তিগত অনুশীলনের সুযোগটাও যেন নেই মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের।

অনুশীলন পর্বে কে কোন শট খেলছেন, কে কোন পরামর্শ নিচ্ছেন, তা নিয়ে হরহামেশাই আলোচনা চলে দেশের মিডিয়াপাড়ায়। এমনকি ব্যক্তিগত অনুশীলনেও কে কোথায় জোর দিচ্ছেন তা আসছে প্রকাশ্যে।

আর এসব কারণে প্রতিপক্ষের কাছে ধারণা পৌঁছে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। সেই সতর্কতাও হয়ত অবলম্বন করতে চাইছেন কোচ। এছাড়া এমন রুদ্ধদ্বার অনুশীলনের ঘোষণা দিয়ে বিশ্বকাপের বাকি দলের কাছে মনস্তাত্ত্বিক বার্তাও হয়ত রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

তবে, এসব ছাপিয়ে আরও বড় কারণ ক্রিকেটারদের মনোযোগ ধরে রাখা। দল বাছাই নিয়ে বড় প্রশ্ন উঠবার পর, দলকে গণমাধ্যমের প্রশ্ন আর সমালোচনা থেকেও রক্ষা করতে চাইবে ক্রিকেট বোর্ড। সেদিক বিবেচনায় আনলেও হয়ত সময়োপযোগী কাজটিই করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ