এম.ডি.এন.মাইকেল,
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল অফিস পাড়ায় রাস্তাগুলোর দুই পাশে গড়ে উঠেছে অবৈধ স্টাফ বাস স্ট্যান্ড। এই সকল অবৈধ স্টাফ বাস স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত অফিস পাড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।যদিও স্টাফ বাসের মূল কাজ হচ্ছে মতিঝিল অফিস পাড়ায় সরকারি বেসরকারি স্টাফদের আনা নেওয়া করা। অফিস শুরু হওয়ার আগে সকালে স্টাফদের নামিয়ে দিয়ে চলে যাওয়া এবং বিকেলবেলা অফিস শেষ হওয়ার পর এসে নিয়ে যাওয়া কিন্তু এখানে চিত্র সম্পন্ন ভিন্ন স্টাফদের নামিয়ে দেওয়ার পর স্টাপ বাস গুলো মতিঝিল অফিস পাড়ার বিভিন্ন রাস্তা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এতে করে অফিস-মুখী মানুষজন তীব্র যানজটের মুখোমুখি হয়। সরজমিনে ঘুরে দেখা যায় মতিঝিল দিলকুশা,মতিঝিল বাণিজ্যিক এলাকা,দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বর,শাপলা চত্বর থেকে আরামবাগ সার্জেন্ট আহাদ পুলিশ বক্স রাস্তার উপর, ইত্তেফাক মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত রাস্তার দুই পাশে ও মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় এর উত্তর পাশ থেকে দৈনিক বাংলা মোর পর্যন্ত রাস্তার দুই পাশে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ স্টাফ বাস স্ট্যান্ড।মতিঝিল বাণিজ্যিক এলাকা রাস্তার উপর স্টাফ বাস স্ট্যান্ড গড়ে ওঠার বিষয় জানতে দৈনিক বাংলা মোড় ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) রাশেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত শোনার পর বলেন এইসব এরিয়া আমার আন্ডারে না এই বলে তিনি মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
(অনুসন্ধান চলমান বিস্তারিত আগামী পর্বে)