নিজস্ব প্রতিবেদক
রেজাউল কবির রাজিব,টঙ্গী
উদীচী শিল্পী গোষ্ঠী, টংগী শাখার সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, টঙ্গী থানা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা ও প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব
হাসান উদ্দিন মোল্লা বার্ধক্য জনিত কারণে সোমবার ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়সহ গাজীপুরের রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে অনন্য ভূমিকা রাখেন।
মঙ্গলবার সকাল ১১ টায় টংগীর আউচপাড়া এলাকায় মরহুমের জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মো আজমত উল্লা খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।