ফারুক হোসেন, রাজশাহী ব্যুরো: রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে আরো ১৫ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ৫১ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
বুধবার বেলা ৯টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় ১৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া মোট ভর্তি রোগীর নয়জন রাজশাহী নগরীর বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্যমতে, রামেকে ডেঙ্গু রোগীদের বিশেষায়িত ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ওয়ার্ডে এ পর্যন্ত মোট ১৯৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫ জন। এরমধ্যে ৪০ জন রাজশাহীর স্থানীয় বাসিন্দা। আর গত ৮ জুলাই এক জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে। একটি বিশেষায়িত টিম চিকিৎসা দিচ্ছে।
জ/স