বান্দরবানের লামায় এক রাতে ২টি ট্রান্সফরমারের কয়েল চুরি হওয়ায় বিপাকে পড়েছেন বিদ্যুৎ বিভাগসহ গ্রাহকরা। শুক্রবার (১৪ জুলাই ) রাতে লামা-আলীকদম ফাঁসিয়াখালী সড়কে পশ্চিম লাইনঝিরি গ্রাম সংলগ্ন আধা কিলোমিটারের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি পয়েন্ট হচ্ছে মাওলানা মুহিউদ্দীন খাঁন (র:) নওমুসলিম আবাসান মসজিদ মাদরাসা স্মৃতি কমপ্লেক্স, লামা ভিউ-২৪। অপরটি লামা উপজেলা প্রশাসন নিয়ন্ত্রিত ভিউ পয়েন্ট 'কিছুক্ষন'। সংঘবদ্ধ চোর চক্র এই এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারের খোলস রেখে ভেতরের দামি তামার তার কয়েল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। সর্ব শেষ শনিবার সকালে এলাকাবাসী বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের ভাঙা অংশ দেখে চুরির বিষয়টি জানতে পারেন। পরে লামা বিদ্যুৎ বিভাগ রোববার ভিউ-২৪ এর পাশের ট্রান্সফরমারটি ঠিক করে দেয়। অপর দিকে দু'তিনদিন ধরে অন্ধকারে ডুবে আছে 'কিছুক্ষণ' ভিউ পয়েন্ট। ফলে অন্ধকারে ভূতড়ে পরিবেশ পর্যটকদের কাছে ভীতিকর। বিষয়টি নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনার দাবি করেন স্থানীয়রা।