লামায় "কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিদ্যালয় সমাজকর্ম ব্যবস্থা প্রবর্তন" শীর্ষক পাইলটিং প্রকল্প বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বেলা সাড়ে ১১টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কক্ষে আয়োজিত কর্মশালায় উদ্ভাবনী ধারনা উপস্থাপন করেন সমাজ সেবা চট্টগ্রামস্থ সমন্বয়ক সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল এর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা মোহাম্মদ ইমতিয়াজ। আলোচনায় অংশ নিয়ে দিক নির্দেশকমূলক বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা প্রেসক্লাব সভাপতি প্রিয় দর্শী বড়ুয়া, মফস্বল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: রফিক, সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ি মো: করিমুল মোস্তফা স্বপন, প্রভাষক মো: তমিজউদদীন, বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দীন, মো: কামরুজ্জামান, বিদ্যালয়ের ছাত্রী। কর্মশালায় সমাজ বিজ্ঞানের সজ্ঞায় বিভিন্ন বয়সের কিশোর কিশোরীদের অপরাধের তারতম্যের ব্যাখ্যা দেয়া হয়। শিশুদেরকে পাঠাগার মুখি করা, শিশুর মনন বিকাশের ক্ষেত্র খেলা-ধুলা, সংস্কৃতি, কাউন্সিলিংসহ শিশু-কিশোরদের প্রতি অভিভাবক, সমাজ সচেতন দৃষ্টি রাখতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পর্ণ গ্রাফি নিষিদ্ধ করন। সাইন্স ফিকশন, সাহিত্য, নাটকে শিশুদের ইতিবাচক ডকুমেন্টারি তৈরি, বাল্য বিবাহ রোধ, সামাজিক বৈঠকে পরিবারকে সম্পৃক্ত করণ, শিক্ষক, অভিভাবক, সমাজ প্রতিদের অংশ গ্রহনে ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে।