এম লোকমান: শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় নগদ অর্থ অনুদান প্রদানসহ বিভিন্ন প্রকার ফলজ ও বনজ চারাগাছ এবং মশারি বিতরণ করেন ২৩ বিজিবি ব্যাটালিয়ন যামিনীপাড়া জোন
১১ জুলাই বুধবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩ এর প্রতিপাদ্য বিষয় 'গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি' বাস্তবায়ন এবং স্থানীয় জনগণ ও শিশুদের মাঝে গাছ লাগানোর উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার বিএ-৬৫৯৭ লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, যামিনীপাড়া বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়, বর্ণাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় এবং থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ১০০০টি বিভিন্ন প্রকার ফলজ ও বনজ চারাগাছ এবং পার্বত্য এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ৩৫০টি মশারি বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন প্রকার শিশু খাদ্য বিতরণ করেন। এছাড়াও তিনি আওতাধীন এলাকার বিভিন্ন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থসহ মশারি এবং পরিধানের বস্ত্র অনুদান প্রদান করেন।