ঢাকার সায়েন্স ল্যাবের পাশে মিরপুর রোডের শিরিন ম্যানশনের বিস্ফোরণে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।৯ দিন আগের ওই ঘটনায় এ নিয়ে মোট চারজনের মৃত্যু হল। আহত আরও কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের নাম আয়েশা আক্তার। তিনি শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইন্সুরেন্সের কর্মী ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
নিউ মার্কেট থানার ওসি শফিকুল ইসলাম সাবু জানান, আয়েশার গ্রামের বাড়ি চাঁদপুরে। ঢাকায় তিনি থাকতেন হাজারীবাগ এলাকায়।
গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিকট বিস্ফোরণে পর ভবনের দেয়ালের আংশিক ধসে পরে, ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেকটি ভবন।
ওই ঘটনায় সেদিনই তিনজনের মৃত্যু হয়, আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অন্তত ৪০ জন।