রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মিরপুর রোড এলাকায় বিস্ফোরণের ঘটনায় তিন তলা ভবনটির একাংশ ধসে পড়েছে। বিস্ফোরণের পর ভবনের দেয়াল ভেঙে ৪ জন আহত হয়েছেন। আগুন নিভে গেলেও ধসে পড়া ভবনটিতে কেউ আটকা পড়েছেন কি না তা তল্লাশি করে দেখছে দমকল বাহিনী।
সরেজমিনে দেখা যায়, বিস্ফোরণের পর ভবনটির তিন তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর নিচে থাকায় একজন সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমন পর্যন্ত তা জানা যায়নি। এখন বোম্ব জিসপোজাল টিম আসছে। কোনো আলামত যেন নষ্ট না হয় সেজন্য পুরো এলাকা সিকিউর করে রাখা হয়েছে।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ভবনের বাসিন্দা ও পথচারীদের কেউ বলেছেন, পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।