দেশের সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক স্টাইলিশ গার্মেন্টস এর চেয়ারম্যান ও ডিবিসি চ্যানেলের পরিচালক আজিজ চৌধুরী শিল্প গ্রুপ,বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স,সদস্য-বিজিএমইএ,আন্তর্জাতিক এ্যাপারেল ফেডারেশন মো:সালাউদ্দিন চৌধুরী দেশের জন্য সবসময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং কর্মসংস্থান ও বিদেশী বিনিয়োগ সৃষ্টি করে দেশের বেকারত্ব সংখ্যা কমিয়ে আনছেন।
দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন এবং সর্বমহলে তার যথেষ্ট সুনাম রয়েছে।এছাড়া গার্মেন্টসে শিল্পে শ্রমিকরা যখনি আন্দোলন করে তিনি শ্রমিকদের পাশে থেকে সমস্যা সমাধানের আপ্রান চেস্টা করেন। সম্প্রতি সময়েও দেশের দু:সময়ে সরকারের পাশে থেকে বিশেষ ভূমিকা রেখেছেন দেশের জন্য বিনা স্বার্থে।এছাড়াও গত ৩ রা আগস্ট তিনি তার ফেসবুকে ওয়ালে ছাত্রদের সাথে সহমর্মিতা দেখিয়ে পোস্ট করেছে।৭ ডিসেম্বর দৈনিক বর্তমান কথা পত্রিকার অনলাইনে তাকে ও তার পরিবারকে নিয়ে একটি মনগড়া সংবাদ ছাপানো হয় যা কল্পনাতীত বলে মনে হয়েছে।
এহেন সংবাদ ছাপিয়ে তার সামাজিক সম্মান নস্ট হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তার ও তার পরিবারের সদস্যদের নিয়ে ছাপানো সকল তথ্য অসত্য ও কল্পনীয় বলে প্রতীয়মাণ হয়েছে।