প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ
বিজিসিফ গ্রিনলীফ অ্যাওয়ার্ড ২০২৪ প্রাপ্ত হন অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ জনাব আপেল মাহমুদ
পর্যটন শিল্পের বিকাশে অসামান্য অবদান রাখার জন্য বান্দরবান ট্যুরস্ট পুলিশ রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) আপেল মাহমুদ বিজিসিফ গ্রিনলীফ অ্যাওয়ার্ড-২০২৪ লাভ করেছেন।শনিবার (৩০ নভেম্বর) সোনারগাঁ পান প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
বাংলাদেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে গত সাত বছর ধরে তিনি যে অবিরাম প্রচেষ্টা চালিয়ে আসছেন, তার স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা পেয়েছেন। বিশেষ করে, চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবানের মতো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তার অবদান অসামান্য।
পুরস্কার গ্রহণের পর দেওয়া বক্তব্যে আপেল মাহমুদ বলেন, “দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে পর্যটন শিল্পের ভূমিকা অপরিসীম। আমি মনে করি, পর্যটনকে আরও উন্নত করে আমরা দেশের অর্থনীতিকে গতিশীল করতে পারি এবং বেশি সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি।”
এছাড়াও কক্সবাজারের পর্যটন পুলিশ রিজিয়নে কর্মরত থাকাকালীন তিনি পর্যটকদের মধ্যে কক্সবাজারকে আরও আকর্ষণীয় করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার এই উদ্যোগের ফলে কক্সবাজারের পর্যটন শিল্প উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে।
জানা যায়,বিজিসিফ গ্রিনলীফ অ্যাওয়ার্ড বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার জন্য প্রদান করা হয়। এই অ্যাওয়ার্ডটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপেল মাহমুদ এর আগেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার অসাধারণ কাজের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত এবং তার নেতৃত্বে পর্যটন পুলিশ আরও শক্তিশালী হয়েছে।
আপেল মাহমুদের এই অর্জন বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য একটি বড় সাফল্য। তার এই অর্জন অন্যান্যদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে ধারণা পর্যটন বিশেষজ্ঞদের।