এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ সাবেক কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক এবং নোয়াখালী প্রেসক্লাবের বর্তমান যুগ্ম সম্পাদক এ আর আজাদ সোহেল। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আমরা সাংবাদিকরা প্রান্তিক পর্যায়ে রিপোর্ট করে থাকি। কিন্তু তারা এগিয়ে গেলে ও আমরা পিছিয়ে আছি। আমরা যাদের জন্য লিখি তাদের ভাগ্যের পরিবর্তন হলেও সাংবাদিকদের হয়নি। এর একমাত্র কারন জাতীয় পর্যায়ে দুর্নীতি। যে রাজনৈতিক দল ক্ষমতার মসনদে বসেন তিনি সাংবাদিকদের ব্যবহার করে দুর্নীতির করে আঙ্গুল পুটে কলা গাছ হয়ে যান। আর আমরা আমাদের আগের জায়গায় পড়ে থাকি। আমরা দুর্নীতিবাজদের ক্ষমতার দাপটে নিজেদের সম্মান ভূলন্ঠিত করে ফেলেছি। কিন্তু সাংবাদিকরা হলেন রাষ্ট্রের চতুর্থ স্তর। সে হিসেবে আমরা আমাদের মুল্যায়নটুকু ধরে রাখতে সক্ষম নই কেনো।কারন দুর্নীতিবাজদের তোষামোদ করা। আর এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সঠিক ভাবে সাহসী সাংবাদিকতার মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। আর এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই একতাবদ্ধ থাকার জন্য এবং সাংবাদিকদের অধিকার রক্ষার জন্যই বিএমএসএফ এর জন্ম। আসুন একসাথে কাধে কাধ মিলিয়ে ঐক্য বদ্ধ থেকে এ সংগঠনের হাতকে শক্তিশালী করি।
সোমবার (১১ নভেম্বর) রাত ৮ টায় নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে দৈনিক সংগ্রামের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি শামসুল আরেফিন জাফরের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক কালবেলা প্রতিনিধি সৈয়দ মোঃ শহিদুল ইসলামের এতে আরো বক্তব্য রাখেন, এশিয়ান টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক,বেগমগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসাইন বাবু, সোনাইমুড়ী ক্লাবের সভাপতি বেলাল হোসাইনন ভূঁইয়া,দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ফজলুল হক, দৈনিক যুগান্তর প্রতিনিধি সেলিম মিয়া,দৈনিক সরকারের বিশেষ প্রতিনিধি একেএম মহিউদ্দিন, দৈনিক ঢাকার-ডাকের প্রতিনিধি এ আর রহমান বিপ্লব সহ জেলা ও উপজেলা সাংবাদিক বৃন্দ।