লামায় ১৫টি বিশেষ প্রকল্পের বিপরিতে দেড় শ্ মেট্রিক টন খাদ্য শস্য কাজ না করে লোপাট করেছে প্রকল্প সভাপতিরা। গত ৩০ জুনের আগেই সমূদয় খাদ্য শস্য উত্তোলন করে কালো বাজারে বিক্রি করে দিয়েছে বলে সূত্রে জানাযায়। দূর্নীতি দমন কমিশন এর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারণ।
প্রকাশ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত লামায় বিশেষ প্রকল্প কর্মসূচীর ১৫০ মেট্রিক টন খাদ্য শস্য কালোবাজারে বিক্রি করে দিয়ে প্রায় পৌনে এক কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। পার্বত্য বান্দরবান জেলা পরিষদ এর অধীনে গৃহীত বিশেষ কর্মসূচীর আওতায় লামায় ১৫টি প্রকল্পের বিপরীতে জিও নং- ৪৫৮, তারিখ- ২৩/০৮/২০২৩ ইং এক শ্ মেট্রিক টন চাউল ও ৫০ মেট্রিক টন গম বরাদ্দ হয়। বান্দরবান জেলা পরিষদ এর জিও নং-১১৯০ (ক), তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম 'সরই ইউনিয়নের লেমু পালং সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে অভিমুখী রাস্তা সংস্কার' এর জন্য ৬ মেট্রিক টন চাল ও চার মেট্রিক টন গম। জিও নং-১১৯১ (ক), তারিখ- ০৪/০৯/২০২৩ইং রূপসী পাড়া ইউনিয়নের শিলের তুয়া রাস্তা হতে চিংকুম মুরুং পাড়া রাস্তা উন্নয়ন- সাত মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন গম। জিও নং-১১৯৩ (ক), তারিখ- ০৪/০৯/২০২৩ইং মুলে রূপসী পাড়া ইউনিয়নের হামুক পাড়া হতে ছলম পাড়া যাওয়ার রাস্তা উন্নয়ন এর জন্য সাত মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন গম বরাদ্দ ছাড় দেয়া হয়। এই তিনটি
প্রকল্পের সভাপতি হলেন রুপসিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য কাইওয়ে ম্রো।
জিও নং-১১৯২ (ক), তারিখ- ০৪/০৯/২০২৩ইং লামা উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ- সাত মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন গম। জিও নং-১১৯৪ (ক), তারিখ- ০৪/০৯/২০২৩ইং, প্রকল্পের নাম, 'লামা উপজেলায় গরীব অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা ও ঔষধ প্রদান' বরাদ্দের পরিমান সাত মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন গম। জিও নং-১১৯৫ (ক), তারিখ- ০৪/০৯/২০২৩ইং, প্রকল্পের নাম,
'লামা উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ' সাত মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন গম। এই তিন প্রকল্প সভাপতি হলেন, লামা পৌরসভা ১নং ওয়ার্ড চাম্পাতলীর বাসিন্দা আক্রা প্রু মার্মা।
জিও নং-১১৯৬ (ক), তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম, 'লামা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে ও গরীব অসহায় পরিবারে ঢেউটিন বিতরণ' বরাদ্দের পরিমান চাল ৭ মেট্রিক টন ও গম তিন মেট্রিক টন। জিও নং ১১৯৭ তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম, 'লামা উপজেলার ক্রীড়া সংগঠন ও বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ' বরাদ্দ চাল সাত মেট্রিক টন ও গম তিন মেট্রিক টন।
জিও নং ১১৯৮ তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম,'নারী উন্নয়নের লক্ষ্যে লামা উপজেলার প্রশিক্ষিত নারীদের মাঝে বিভিন্ন প্রকার কর্মসহায়ক সামগ্রী বিতরণ', বরাদ্দ-৬ মেট্রিক টন চাল ও চার মেট্রিক টন গম। এই তিনটি প্রকল্প সভাপতি লামা পৌরসভার ৪,৫,৬'র সংরক্ষিত কাউন্সিলর মরিয়ম বেগম। জিও নং- ১১৯৯ তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম,'লামা উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ' বরাদ্দের পরিমান ছয় মেট্রিক টন চাল ও চার মেট্রিক টন গম,
জিও নং- ১২০০ তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম,'বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পরিবারে মাঝে ফলদ ও বনজ চারা বিতরণ' বরাদ্দের পরিমান ৬ মেট্রিক টন চাল ও চার মেট্রিক টন গম। জিও নং- ১২০১ তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম,'লামা উপজেলায় গরিব অসহায়দের মাঝে ছাগল বিতরণ' বরাদ্দের পরিমান ৬ মেট্রিক টন চাল ও চার মেট্রিক টন গম। প্রকল্প সভাপতি লামা পৌরসভা ৩নং ওয়ার্ড বাজারপাড়ার বাসিন্দা রিতা ম্রো। জিও নং- ১২০২ তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম,'ইয়াংছা হিমছড়ি সড়কে ব্রিক সলিং এর মাথা হইতে বড়ই বন্যা ঝিরি পর্যন্ত রাস্তা সংস্কার' প্রকল্প বরাদ্দ ৬ মেট্রিক টন চাল ও চার মেট্রিক টন গম। জিও নং- ১২০৩ তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম,'ফাইতং মার্কাজুল ইজ্জত হেফজখানার এতিম খানার পার্শ্বে পাহাড় ধ্বসে পড়া মাটি অপসারণ ও ড্রেন খনন' বরাদ্দ সাত মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন গম ও জিও নং- ১২০৪ তারিখ- ০৪/০৯/২০২৩ইং প্রকল্পের নাম,'ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোট পাড়া হইতে বড় পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার ও ক্ষতিগ্রস্থ কালভার্ট এর পার্শ্বে পেলাসাইডিং' বরাদ্দের পরিমান সাত মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন গম। এই তিনটি প্রকল্পের সভাপতি ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ ইসমাইল।
প্রাপ্ত তথ্যে উল্লেখিত তারিখে ও জিও নং এ এইসব প্রকল্পের সভাপতিদের অনুকুলে বরাদ্দ ছাড় দেয় বান্দরবান জেলা পরিষদ। খোঁজ নিয়ে জানাযায়, প্রকল্প সভাপতিরা কোনো কাজ না করে, খাদ্য শস্য বিক্রির সমূদয় অর্থ লুটপাট করেছে। কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, কোনো কাজ করে নাই বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রকল্প এলাকার বাসিন্দাদের সাথে আলাপকালে তারা জানান, 'এই ধরনের কোনো প্রকল্পের কথা আমরা শুনিনাই এবং কোনো কাজও করতে দেখা যায় নাই।' এ বিষয়ে স্থানীয় জনসাধারণ দুদক এর হস্তক্ষেপ কামণা করেছেন।